বাঁশখালীতে ক‌লেজ ছাত্রী‌কে বি‌য়ের প্রলোভনে ধর্ষ‌ণ, ধর্ষক আটক

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৭:২৩ অপরাহ্ণ

বাঁশখালীর পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের চৌধুরী পাড়া এলাকার চট্টগ্রা‌মে অধ্যয়নরত এক ক‌লেজ ছাত্রী‌কে বি‌য়ের প্রলোভনে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে বাঁশখালী থানায় মামলা হ‌য়ে‌ছে।

মামলায় আসা‌মী ক‌রা হয় ক‌লেজ ছাত্রীর বন্ধু আ‌রিফুল ইসলাম টিপুকে(২৮)‌। সে চাম্বল এলাকার আবুল বশ‌রের পুত্র।

পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে মামলার আসা‌মীকে আটক ক‌রে জেল হাজ‌তে প্রেরণ ক‌রেছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, আ‌রি‌ফের সা‌থে বি‌য়ের কথার সূত্র ধ‌রে মে‌য়ে‌টির দৈ‌হিক সম্পর্ক গড়ে উঠে। প‌রে মেয়েটিকে বি‌য়ে না ক‌রে সময়ক্ষেপণ করায় মে‌য়ে‌টি আরিফুল ইসলাম টিপুর বা‌ড়ি গে‌লে টিপুর বাবা মে‌য়ে‌টি‌কে বের ক‌রে দেয়।

প‌রে ২৮ সে‌প্টেম্বর রা‌তে ধ‌র্ষিতা ক‌লেজ ছাত্রী বা‌দী হ‌য়ে আ‌রিফুল ইসলাম‌কে আসা‌মী ক‌রে মামলা ক‌রে।

মামলার প্রেক্ষি‌তে থানা পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আসা‌মীকে আটক ক‌রে জেল হাজ‌তে প্রেরণ ক‌রে ব‌লে জানান বাঁশখালী থানার মামলার তদন্তকা‌রী কর্মকর্তা লিটন চাকমা।

তিনি আ‌রো জানান, মে‌য়ে‌টি‌কে ডাক্তা‌রি পরীক্ষা ক‌রা হয়েছে। বি‌য়ের প্রলোভন দি‌য়ে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে ক‌লেজ ছাত্রী বাদী হ‌য়ে নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে মামলা দা‌য়ের ক‌রেছে।

পূর্ববর্তী নিবন্ধনানা কর্মসূচিতে কমার্স কলেজ ছাত্রলীগের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
পরবর্তী নিবন্ধমুহিবুল্লাহ হত্যাকাণ্ডে পরিবারের তীর আরসার দিকে