নাগরিক সমাজ চট্টগ্রামের সমাবেশে বক্তারা বলেন, শত বছরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দিবে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ। গতকাল বুধবার সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এই বক্তব্য দেন।
হুমায়ুন কবির মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, কবি হোসাইন কবির, কাজি মহসিন, সজল চৌধুরী, মাইন উদ্দিন কোহেল, ঋত্বিক নয়ন, প্রনব চৌধুরী, মোহাম্মদ মোরশেদ আলম, ডা. আর কে দাশ রুবেল, বনবিহারী চক্রবর্তী, কবি মিনু মিত্র, সাবের আহমেদ, বিপ্লব কুমার, নারায়ক দাশ, তাপস দে, সাজ্জাদ হোসেন জাফর, অ্যাডভোকেট আরুছ রাসেল, অ্যাডভোকেট অনির্বাণ দত্ত, অ্যাডভোকেট জায়েদিদ, মোহাম্মদ সাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।