বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘বিএনপির নির্লজ্জ মিথ্যাচার ও অবৈধভাবে ক্ষমতা দখলের পাঁয়তারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও সরকার যখন বিশ্বের সর্বমহলে প্রশংসিত। তাঁর অগ্রযাত্রার মাইলফলকে ও পরিসংখ্যানে বিশ্ববাসী আপ্লুত তখন এদেশের রাজনীতি ও জনজীবনকে বিরোধী কুচক্রীরা তাদের ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নে এবং দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে সদা তৎপর রয়েছে। উন্নয়নের রোল মডেল ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক অমূল্য অবদান।
সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়দা তাহেরার সভাপতিত্বে ও শাবানা বানুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আইয়ুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ। বক্তব্য দেন, চবির উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর হোসাইন কবির, অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











