ইউএসটিসি ও মালয়েশিয়ার ইউকেএম ভার্সিটির আন্তর্জাতিক ফোরাম

| বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব কেবাংসানের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ফোরাম অন ফিউচার রেডি কারিকুলাম’ শীর্ষক আন্তর্জাতিক ফোরাম গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে তিনটি ট্রেক ফ্লেঙিভেল অ্যঅন্ড অরগানিক কারিকুলাম স্ট্রেকচার, ট্রান্সফরমেটিভ ডেলিভারি ও হলিস্টিক এ্যাসেসমেন্টের ওপর আলোচনা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর। আলোচক ছিলেন মালয়েশিয়া কেবাংসান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাতো ওযান হামিদুন ওয়ান বদরুজ্জামান ও ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি কারিকুলামের সংশ্লিষ্ট সব দিকের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ও বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক নিরলসভাবে কাজ করছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর কারিকুলাম গঠনে পরিবেশের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের ওপর জোর দেন।
মালয়েশিয়া কেবাংসান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওযান হামিদুন ওয়ান বদরুজ্জামান ভবিষ্যৎ কারিকুলামের রূপরেখা নিয়ে বক্তব্য রাখেন।
উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কারিকুলামে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারিক এবং প্রয়োগিক দিকের ওপর লক্ষ্য রাখার কথা বলেন। দেশের সকল শিল্প কলকারখানাকে শিক্ষক ও শিক্ষার্থীরা যেন বৃহৎ গবেষণাগার হিসেবে ব্যবহার করে সে সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক ফোরামে অফিসিয়েটেড হিসেবে যোগদান করেন মালয়েশিয়া কেবাংসান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইকওয়ান হজ তরিমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা মাইজপাড়ায় সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধষড়যন্ত্রকারীরা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে তৎপর