‘হৃদরোগ প্রতিরোধে আপনার হৃদয় ছুঁয়ে যাক সকলের হৃদয়’ এই স্লোগানকে সামনে রেখে এ বছরের বিশ্ব হার্ট দিবস উদযাপন করছে ইমপেরিয়াল নারায়না কার্ডিয়াক সেন্টার। চট্টগ্রামে ৪শ’ শয্যার বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডে (আইএইচএল) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গতকাল বুধবার থেকে সপ্তাহব্যাপী ‘হৃদরোগ স্ক্রিনিং’ কর্মসূচির সূচনা হয়। হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সর্বসাধারণের জন্য বিশেষ হ্রাসকৃত মূল্যে হৃদরোগ স্ক্রিনিংয়ের মাধ্যমে বিবিধ পরীক্ষা ও ভারতের নারায়না হেলথ গ্রুপের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের পরামর্শের ব্যবস্থা করা হয়েছে।
নারায়না হেলথ গ্রুপের হৃদরোগ বিশেষজ্ঞ সমন্বয়ে একটি টিম ইমপেরিয়াল হাসপাতালে বর্তমানে, চিকিৎসা সেবা দিচ্ছেন। হৃদরোগ চিকিৎসায় সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার উপর গুরুত্ব দিয়ে এই কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। ইমপেরিয়াল হাসপাতাল প্রথম থেকেই চট্টগ্রামে উন্নত প্রযুক্তি, উন্নত মানের আধুনিক চিকিৎসা পদ্ধতি ও বিশ্বমানের চিকিৎসা পরিষেবা সমৃদ্ধ হাসপাতাল গড়ে তুলতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই ইমপেরিয়াল হাসপাতাল সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতের নারায়না হেলথ গ্রুপের সাথে। এই করোনা পরিস্থিতিতেও ভারতের প্রখ্যাত হার্ট সার্জন ডা. দেবী শেঠির প্রতিষ্ঠিত নারায়না হেলথের ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সমন্বয়ে গঠিত ৪০ জনের একটি টিম গত জানুয়ারি (২০২১) থেকে ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসা সেবার মাধ্যমে ২৬টি ওপেন হার্ট সার্জারি, ২৩৯ টি বিভিন্ন রকম প্রসিডিউরসহ বহির্বিভাগে ৭৫০০ এর অধিক রোগীর চিকিৎসা সেবা দিয়েছে। এ সকল হার্ট সার্জারী ও প্রসিডিউর অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা হয় এবং সার্জারী ও প্রসিডিউর পরবর্তী ইনফেকশানের হার ছিল শূন্য শতাংশ। প্রেস বিজ্ঞপ্তি।