দ্বিতীয় ধাপে চট্টগ্রামের সীতাকুণ্ড-মীরসরাই ও ফটিকছড়ির মেয়াদোত্তীর্ণ ৩৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে একই দিন কক্সবাজার জেলার ২১ ইউপি, খাগড়াছড়ি জেলায় ১০ ইউপি, রাঙামাটিতে ১২ ইউপি এবং বান্দরবানে ১৩ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। সবমিলে চট্টগ্রাম-কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ৯৩ ইউনিয়ন পরিষদে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর আগে ৮৬তম কমিশন বৈঠকে ভোটের এ সিদ্ধান্ত নেয় ইসি। একই দিন সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।
৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও ইসি সচিব জানান। যেসব ইউনিয়নগুলোতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ করা হবে সেগুলো হলো-মীরসরাই উপজেলার হিংগুলি, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, কাটাছড়া, দুর্গাপুর, মীরসরাই, করেরহাট, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, ওয়াহেদপুর, সাহেরখালী ইউনিয়ন পরিষদ। অপরদিকে সীতাকুণ্ড উপজেলার মধ্যে যেসব ইউনিয়নে ১১ নভেম্বর ভোট গ্রহণ হবে সেগুলো হলো-সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারি ও ছলিমপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে ফটিকছড়ি উপজেলার বাগান বাজার, দাঁতমারা, নারায়নহাট, হারুয়ালছড়ি, পাইন্দং, কাঞ্চননগর, সুন্দরপুর, লেলাং, রোসাংগিরি, বখতপুর, জাফতনগর, ধর্মপুর, সমিতির হাট ও আবদুল্লাহপুর ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন থেকে জানা গেছে, আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে। ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রথম ধাপে গত ২০ সেপ্টেম্বর সন্দ্বীপের ১২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।