এর দায় কার, জনগণ জানতে চায়

নালায় পড়ে শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধনে ডা. শাহাদাত

| বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের রাস্তা-ঘাট এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত এক মাস আগেও মুরাদপুরের উন্মুক্ত ড্রেনে পড়ে সালেহ আহমদ নামে এক ব্যক্তি নিখোঁজ হলেও তার সন্ধান এখনো মেলেনি। এরই মধ্যে সোমবার রাতে আগ্রাবাদ বাদামতলী এলাকার একটি খোলা নালায় পড়ে আইআইইউসির শিক্ষার্থী সেহরিন মাহমুদ সাদিয়ার মৃত্যু হয়েছে। নালায় পড়ার ৫ ঘন্টা পর তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এর দায় কার? জনগণ জানতে চায়?
তিনি গতকাল মঙ্গলবার নগরীর কাজীর দেউড়ি নুর আহমদ সড়কে সাদিয়ার মৃত্যুর ঘটনায় সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এন মোহাম্মদ রিমনের সভাপতিত্বে ও সৌরভ প্রিয় পালের সঞ্চলনায় এস এম সাইফুল আলম, দিদারুল ইসলাম, মাহবুব খালেদ, কে এম আব্বাস, আরিফ উদ্দীন রুবেল, মো. কায়েস, মো. আশরাফ, সাইফুল ইসলাম সায়েল, সাইফুল করিম, মো. মাঈনউদ্দিন, সাইফুদ্দীন ওয়াসিম, জানে আলম কুসুম, মো. সোহাগ, মো. মাহফুজ, মো. রিদোয়ান, মো রাফি প্রমুখ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসান মাহমুদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন
পরবর্তী নিবন্ধহৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও খাদ্যবিধি মেনে চলতে হবে