কুঁকড়ে আছি মনোটোনাস গর্ভে/ ধাত্রী আমায় মুক্ত কখন করবে?/ শুনেছিলাম সূর্য দারুণ সুন্দর/ শুনেছিলাম রাত্রি দারুণ সুন্দর… বন্ধ চোখের রন্ধ্রে আলো ঝরবে/ ধাত্রী আমায় মুক্ত কখন করবে?
হ্যাঁ, স্বপ্ন ছিঁড়ে দোলনা নিয়ে এসেছেন ধাত্রী। এসে নিয়ে গেলেন কবি শাহিদ আনোয়ারের জীবন। কবি বলেছিলেন, পৃথিবী নামের নীল গ্রহটায় স্বর্গের চেয়ে/ কয়েকটি স্বাদ বেশি।/ এখানে মায়ামমতায় শেকড়, কাণ্ড, ডালপালা/ লতা, বৃক্ষরাজি, বন উপবন, বনস্থালীর আঁকশি জন্মায়।
নাহ, কোথাও কেউ নেই, টিং টিং করে স্বাভাবিক জীবনাবস্থার ফিরে আসাও নেই। আছে কেবল মৃত্যু। এখন সেই মৃত্যুর অধিকারে কবি। কবি এখন জড়িয়ে আছেন গর্ভে ফুলে ফুলে, তাই মনোটোনাস রাত্রি ওঠে দুলে।
দীর্ঘ রোগভোগের পর গতকাল মঙ্গলবার অবসান হলো সব যন্ত্রণার। গতকাল রাত ৮টায় ম্যাঙ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন। তাঁর স্ত্রী কবি শেলিনা শেলী। কবির দাফন কবে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ বুধবার সকালে।
শাহিদ আনোয়ারের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে শুঁড়িখানার নুড়ির মধ্যে, কুঁকড়ে আছি মনোটোনাস গর্ভে, দাঁড়াও আমার ক্ষতি, বৈদেহী এক ওষ্ঠ পোড়ে প্রভৃতি।