হৃদরোগে আক্রান্ত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

| বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৬ পূর্বাহ্ণ

হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রফিকুল ইসলাম ফাহিম মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জে নিজ গ্রামে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে ফাহিমের ছোট ভাই বোরহান উদ্দিন জানান, সন্ধ্যার দিকে ফাহিমের হঠাৎ বুকে ব্যথা উঠে। তখন পরিবারের সদস্যরা তাকে দ্রুত লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর বাংলানিউজের।
রফিকুল ইসলাম ফাহিম কুমিল্লা ইবনে তাইমিয়া কলেজের সাবেক ছাত্র ছিলেন। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর ছেনুয়া গ্রামে।

পূর্ববর্তী নিবন্ধখলিল উল্লাহ কাশেম
পরবর্তী নিবন্ধচলে গেলেন কবি শাহিদ আনোয়ার