লায়ন্স ক্লাব চট্টগ্রাম প্লাটিনামের পালাবদল গত রবিবার সিএলএফ কমপ্লেক্সের প্রকৃতি হলরুমে সম্পন্ন হয়েছে। রিজিওন চেয়ারপারসন লায়ন আব্দুল্লাহ আল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বকর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপারসন লায়ন এম. সরওয়ার খসরু, জোন চেয়ারপার্সন (ক্লাব) লায়ন মির্জা মুহাম্মদ জাহিদ হোসাইন, ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট জোন চেয়ারপার্সন লায়ন কে এম মাহাবুবুর রহমান, লায়ন আবদুল্লাহ আল আহাদ, ক্লাব ট্রেজারার লায়ন ফরিদ মজুমদার, লায়ন নাঈমুল ইসলাম মাসুদ প্রমুখ। এসময় প্রধান অতিথি ক্লাবের নব-নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন প্রবীর কুমার দত্ত সাজুর কাছে আনুষ্ঠানিকভাবে গ্যাংবল হস্তান্তর করেন। অনুষ্ঠানে আগামী অক্টোবর সার্ভিস মাসের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং জেলা গভর্ণরের এবছরের আহবান ‘মানবতায় মানবসেবায়’ সফল করার জন্য অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।