রাঙ্গুনিয়া রহম আলী শাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে সাহেব বাড়ি ফুটবল দল। গতকাল স্থানীয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সাহেব বাড়ি ফুটবল দল টাইব্রেকারে বন্ধু মহল ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলায় ম্যান অব ম্যান ম্যাচ নির্বাচিত হয়েছে সাহেব বাড়ি একাদশের ইয়াছিন আরফাত। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে আগে সেমিফাইনালে উঠা ভাই ব্রাদার্স ফুটবল লিমিটেড এর সাথে।
খেলায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির মো. সোহেল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক জগলুল হুদা, উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর মোরশেদ, শিক্ষক আবদুল মালেক, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মো. আইয়ুব, মো. রাসেল, মো. সোহেল, মো. এমদাদ, মো. শাহেদ, ইকরাম হোসেন ইমন প্রমুখ।