বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এবং মানহানির পাঁচ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দিয়েছে হাই কোর্ট। খালেদা জিয়ার আবেদনে গতকাল মঙ্গলবার ঢাকা ও নড়াইলের মানহানির চার মামলায় জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেয় বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। খবর বিডিনিউজের।
আর কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আদেশটি হয় সোমবার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ ওই আদেশ দেয়।
আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল ও এ এইচ এম কামরুজ্জামান মামুন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী শামীমা সুলতানা দীপ্তি, মো. রোকনুজ্জামান সুজা ও মো. মাকসুদ। কুমিল্লার মামলায় হাই কোর্ট ২০১৯ সালের ৬ মার্চ খালেদা জিয়াকে জামিন দিয়েছিল। পরে ওই বছরের ২০ অগাস্ট জামিনের মেয়াদ এক বছর বাড়ানো হয়। সোমবার তা আরও এক বছর বাড়ানো হল।