চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মোহনী ও সাহসী নেতা। তার সাহসের জন্য আমরা বঙ্গবন্ধুর খুনিদের এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের বিচার করতে সক্ষম হয়েছি, পদ্মা সেতু ও কর্ণফুলী ট্যানেল তৈরী করতেও সক্ষম হয়েছি। আমাদের দেশকে এক সময় যারা তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সেই দুর্নাম দূর হয়েছে। আজ বাংলাদেশ বিশ্বের মাঝে উন্নয়নের যাত্রায় অনন্য অভিযাত্রী। এজন্য এসডিজি উন্নয়নে ভূমিকা রাখায় স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের করোনা মোকাবেলায় ও দেশের উন্নয়নের অগ্রযাত্রায় পথিকৃত হিসেবে বিশ্ব দরবারে রোল মডেলে প্রশংসিত হয়েছেন। তিনি আজ বাঙালীর আস্থা ও বিশ্বাসের ঠিকানা।
গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চসিকের উদ্যোগে তার কর্মময় জীবনের সাফল্যগাঁথা চসিকের স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে অনলাইন ফ্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ওয়ার্ড কউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে চসিক মিলনায়তনে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












