দেশে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে

| বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৪১ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে আরও ৩১ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ১ হাজার ৩১০ জনের মধ্যে ধরা পড়েছে সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৪৭০ জনের মৃত্য হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২১২ জন নতুন রোগী শনাক্ত এবং ২৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। সেই হিসেবে এক দিনে শনাক্ত রোগী ও মৃত্যু দুটোই বেড়েছে। খবর বিডিনিউজের।
গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৯৬৭ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। যে ৩১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৩ জনই ছিলেন ঢাকা বিভাগের।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ১ হাজার ১৯৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন সুস্থ হয়ে উঠলেন। গত এক দিনে সারা দেশে ২৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৯ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৩৬ শতাংশ ছিল।
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে। শনাক্ত হয়েছে ২৩ কোটি ২১ লাখের বেশি রোগী।

পূর্ববর্তী নিবন্ধ‘ওসি প্রদীপ আমার স্বামীকে ক্রসফায়ারে হত্যা করে’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ২ মৃত্যু নতুন শনাক্ত ৩৩