ইস্টার্ন ব্যাংকের ৯ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় বাগদাদ এক্সিম কর্পোরেশন লিমিটেড বা বাগদাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফেরদৌস খানসহ ৪ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বাকিরা হলেন চেয়ারম্যান মনোয়ারা বেগম, পরিচালক মো. তানভীর খান ও মো. আজাদ খান।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে পাওনা আদায়ে আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চেয়ে আদালতের কাছে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ৯ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাগদাদ এক্সিম কর্পোরেশন লিমিটেড এবং গ্রুপটির এমডি চেয়ারম্যানসহ মোট ৫ জনের বিরুদ্ধে ২০১০ সালে একটি অর্থঋণ মামলা (মামলা নম্বর ২১/১০) হয়। এ মামলায় ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষে রায় ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু আসামিরা টাকা পরিশোধ করেননি। একপর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালের ২৯ এপ্রিল টাকা ফেরত পেতে একটি জারি মামলা (২৩/১৩) দায়ের করেন।












