লোহাগাড়ায় ৪৫ লাখ টাকার ইয়াবা সহ গ্রেপ্তার ২

প্রাইভেট কার জব্দ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৭:৩৩ অপরাহ্ণ

লোহাগাড়ায় ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার।

গ্রেপ্তারকৃতরা হলো গাইবান্ধা সদর থানার উত্তর ঘাগোয়া মিয়া পাড়ার মৃত নান্নু মিয়ার পুত্র মো. উজ্জল মিয়া (৩৪) ও ঢাকার যাত্রাবাড়ি থানার উত্তর যাত্রাবাড়ি জোড়া খাম্বা এলাকার মো. মনিরুল ইসলামের পুত্র মো. নেছার আহমেদ (৩১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশি করে উজ্জল মিয়ার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া প্রাইভেট কারে অভিযান চালিয়ে নেছার আহমেদের কাছে পাওয়া যায় ১২ হাজার পিস ইয়াবা।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
পরবর্তী নিবন্ধভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় মামা-মামীর ওপর হামলা