নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকা থেকে তিন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেপ্তাররা হল, পাপিয়া বেগম (৪১), রুমা আকতার (২৬) এবং জোৎস্না বেগম (২৫)। পুলিশ জানিয়েছে, রোববার দুপুর দেড়টার দিকে ৬০ বছর বয়সী রিফাত শামীম নামের এক নারী জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। লালদীঘি উত্তর পাড়ের ওরিয়েন্ট টাওয়ারের নিচে আসলে অজ্ঞাতনামা নারীরা তার পাশ দিয়ে এসে তাকে চারদিকে ঘিরে ফেলে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলে তিন নারী ছিনতাইকারীকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেন। এর আগেও তারা একই স্থানে রাস্তা পারাপারে মহিলাদেরকে চারপাশে ঘিরে কৌশলে তাদের কাছ থেকে মূল্যবান জিনিস, স্বর্ণের চেইন, মোবাইল ছিনিয়ে নেয়।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া তিন নারী ছিনতাইকারীর বিরুদ্ধে এর আগেও একই অভিযোগে মামলা রয়েছে। পাপিয়া বেগমের বিরুদ্ধে কোতোয়ালী ও চান্দগাঁও থানায় দ্রুত বিচার আইনে দুটি, পাঁচলাইশ থানায় পেনাল কোডের ৪১৩/৩৪ ধারায় একটিসহ তিনটি মামলা রয়েছে। রুমা আকতারের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। মূলত তারা সংঘবদ্ধ ছিনতাইকারী। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মহিলাদের আটকে ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।