চুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাস স্মরণে শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের অংশগ্রহণে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট গত ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক ৪টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ বনাম পুরকৌশল অনুষদ প্রতিদ্বন্দ্বিতা করে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর ও পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ এটিএম শাহজাহান, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক নাহিদা সুলতানা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকার বিপক্ষে জয়ে শুরু করতে চান বাংলাদেশ কোচ
পরবর্তী নিবন্ধপটিয়ায় আজ ৫০ হাজার লোকের গণসমাবেশ ও র‌্যালি