নাজমুল হুদার স্থায়ী রূপরেখা, সাত প্রস্তাব

অবাধ নির্বাচন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য স্থায়ী রূপরেখা দিয়েছেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। সাবেক এ মন্ত্রীর রূপরেখায় সাতটি বিষয়ে প্রস্তাবনা রয়েছে। এগুলো হচ্ছে- ভোটার তালিকা হালনাগাদকরণ, ভোটার পরিচয়পত্র, নির্বাচনী ব্যয় সংকোচন, সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন। গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে বিএনএ ও তৃণমূল বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এ রূপরেখা ঘোষণা করেন নাজমুল হুদা। এর আগে বিভিন্ন সময়েও রূপরেখা দিয়েছিলেন ২০১০ সালে বিএনপির ‘ভাইস চেয়ারম্যান’ ও ‘প্রাথমিক সদস্য পদ’ থেকে বহিষ্কৃত নাজমুল হুদা। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত সংবিধানে জনগণই সকল ক্ষমতার মালিক। সংবিধানকে সামনে রেখে নিজের সুদীর্ঘ রাজনীতির অভিজ্ঞতার আলোকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা তৈরি করেছেন বলে জানান তিনি। তার রূপরেখা মেনে স্থানীয় ও জাতীয় নির্বাচন আয়োজন করা হলে জনগণ ও বর্হিবিশ্বে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলেও বিশ্বাস করেন নাজমুল হুদা। বর্তমান সরকারের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে তিনি বলেন, একে অপরকে দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা দাঁড় করানো যায়নি। সংগঠনের যুগ্ম মহাসচিব এড. মাসুদুল আলমের সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী খান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন ড. এম ছানাউল্লাহ, এড. জামাল উদ্দীন, এড. মাকসুদুল আলম, এড. লিয়াকত আলী, এড. আ.হ.ম. রাসেল, এড. ইয়াছিন চৌধুরী, মো. নুরুল আবছার, মো. টিপু চৌধুরী, যুব নেতা আরিফুল হক, জাহেদুল আলম, নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকাউন্সিলর পদপ্রার্থী হাজী সেলিমের গণসংযোগ