ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার শপথ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত শুক্রবার অনুষ্ঠিত আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় শপথবাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করান আওয়ামী লীগ নেতা কবি কাজী মো. আহসান ইকবাল মঞ্জু। নয়াহাট বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য মহসীন কাজী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান সরওয়ার আজম চৌধুরী ও সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টো। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিধান ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বান্দরবান সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলী, ব্যবসায়ী শফিউল আজম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈনুল করিম, ছাত্রলীগের সভাপতি রিয়াজ মোহাম্মদ রাব্বী, যুবলীগের যুগ্ম সম্পাদক সেকান্দর হায়দার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা সুরঞ্জিত ধর, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহমুদ এটম, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ হারুন ও কোরবান আলী। প্রেস বিজ্ঞপ্তি।