করোনায় প্রাথমিকের চার শিক্ষক আক্রান্ত একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে চট্টগ্রাম জেলায় প্রাথমিকের চারজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝে ৩ জন হাটহাজারী উপজেলার, অপর একজন অন্য উপজেলার। আক্রান্ত চার শিক্ষকের মধ্যে গতকাল রোববার একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনো পর্যন্ত প্রাথমিকের কোনো শিক্ষার্থীর করোনা সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে, মাধ্যমিক পর্যায়ে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক শিক্ষক ও একজন শিক্ষার্থী করোনা সংক্রমিত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক হেনরী আজাদীকে বলেন, এখন পর্যন্ত একজন শিক্ষার্থী করোনায় সংক্রমিত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। ওই শিক্ষার্থী মহানগরের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার রাতে আমরা এ রিপোর্ট পাই। রিপোর্ট পাওয়ার পরপরই ওই শিক্ষার্থীর পাশাপাশি বসেছে এমন শিক্ষার্থীদেরও করোনা পরীক্ষা করানোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলার একটি স্কুলে একজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মারা যাওয়া ফেরদৌসি বেগম হাটহাজারী থানাধীন ছিপাতলী আলী মো. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান চালুর পর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি স্কুলে যান। অসুস্থ বোধ করলে ১৫ সেপ্টেম্বর স্থানীয় এক হাসপাতালে ভর্তি হন। ২১ সেপ্টেম্বর নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সেখানেই তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ওই শিক্ষকের অন্যান্য রোগও ছিল। ওইসব রোগেই মূলত হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি থাকাকালীন নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। রোববার তিনি মারা গেছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে চারজন শিক্ষক করোনায় সংক্রমিত হলেও এখনো পর্যন্ত প্রাথমিকের কোনো শিক্ষার্থীর করোনা ধরা পড়েনি। এটি অনেকটা স্বস্তির বিষয়।

পূর্ববর্তী নিবন্ধগুলাব আঘাত হেনেছে ভারতীয় উপকূলে
পরবর্তী নিবন্ধঅর্ধেক টাকা ফেরত পেতে পারেন ডেসটিনি-যুবকের প্রতারিতরা