আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করেছেন চট্টগ্রামের আইনজীবীদের একটি দল। এ সময় ‘আইনজীবীদের মান-মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না’ বলে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, আইনজীবীদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হবে না। বৈঠকে উপস্থিত একাধিক আইনজীবী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রোববার দুপুরে আইন মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। বৈঠকে জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির সভাপতি মো. এনামুল হক ও সেক্রেটারি এএইচএম জিয়াউদ্দিনের পাশাপাশি আরও সাত নেতা উপস্থিত ছিলেন। তারা হলেন সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, মুজিবুল হক, রতন কুমার রায়, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, জেলা জিপি নাজমুল আহসান খান আলমগীর ও সিরাজুল ইসলাম চৌধুরী, মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী প্রমুখ। বৈঠক শেষে গতকাল বিকালে সেক্রেটারি এএইচএম জিয়াউদ্দিন ছাড়া অন্যরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে আরও কাজ আছে, তাই থেকে গেছেন-এ কথা জানিয়ে জিয়াউদ্দিন আজাদীকে বলেন, আইনজীবী ও আইনজীবীদের ভবন নিয়ে যেসব মিথ্যাচার হয়েছে সেগুলো আইনমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি মনোযোগ সহকারে আমাদের কথা শুনেছেন। বলেছেন, প্রধানমন্ত্রীকে আমাদের কথাগুলো জানাবেন। মন্ত্রী বলেছেন, যা হবে তার সবকিছু আমাদের সাথে আলাপ-আলোচনা করেই হবে। আমাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হবে না।
জিয়াউদ্দিন জানান, মন্ত্রী বলেছেন, তিনি কোর্ট বিল্ডিং আসবেন এবং তা শীঘ্রই। তবে আমাদের দিন-তারিখ বলেননি। দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে জানতে পারব। মন্ত্রী আমাদের বলেছেন, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারির কথা প্রধানমন্ত্রী সবসময় বলেন। সে সময়ে আইনজীবীদের অবদানের কথাও স্মরণ করেন।
সফরে আইনজীবীদের দলে থাকা সাবেক সভাপতি রতন কুমার রায় আজাদীকে বলেন, হতাশ হওয়ার কিছু নেই। আমরা যে অবস্থায় আছি, সে অবস্থাতেই থাকব। আমরা আশাবাদী। মন্ত্রী বলেছেন, আইনজীবীরা সমাজের একটি বড় অংশ। সমাজে আইনজীবীদের ভূমিকা রয়েছে।
জেলা প্রশাসন ও আইনজীবীদের বিরোধের মাঝে গত শনিবার ঢাকায় যায় ৯ সদস্যের আইনজীবীর দল।












