হাটহাজারীতে ইয়াবাসহ আটক ১

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৪৪ অপরাহ্ণ

হাটহাজারীতে ২১০ পিস ইয়াবাসহ মো. শাহ আলম (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় হাটহাজারী সার্কেল-১।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার শরীর তল্লাশি করে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহ আলম নিয়মিত মাদক বিক্রি করতেন বলে জানা যায়।

আটককৃত ব্যক্তি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাটহাজারী থানাধীন এলাকার ১নং দক্ষিণ পাহাড়তলী জীবন মুহুরির বাড়ির নাঈম মোল্লার পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী)-এর একটি টিম হাটহাজারী থানাধীন চৌধুরী হাট বাজার থেকে আজ রবিবার সকালে ২১০ পিস ইয়াবা সহ একাধিক বিচারাধীন মাদক মামলার আসামী মো. শাহ আলমকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভেজাল ওষুধের কারণে যেন জীবনহানি না হয় তাই ফার্মাসিস্টদের সতর্ক থাকেতে হবে
পরবর্তী নিবন্ধজাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেন সন্তু লারমা