ভাসানচর থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে আটক

উখিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। গত শুক্রবার উখিয়ার কুতুপালং ৩নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। উখিয়ার কুতুপালং মধুরছড়া এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে কুতুপালং ৩নং ক্যাম্পের দুই আত্মীয়ের ঘর থেকে তাদের আটক করা হয়েছে। আটক রোহিঙ্গারা হচ্ছে কুতুপালং ৩ নং ক্যাম্পের ডি/৩ ব্লকের আয়াত উল্যা (৪২), তার স্ত্রী (২) মিনারা বেগম (৩৭), মেয়ে দিল খায়াজ (১৬), ইমতিয়াজ বিবি (৯), আরফা (৩), আয়েশা ছিদ্দিকা (৪ মাস), জিয়াবত উল্যা (১৪) এবং দ্বীন মোহাম্মদ (২৬) ও তার স্ত্রী সামছুন নাহার, মেয়ে মোকারমা (৪) ও রোকিয়া বিবি (২)।
তারা ভাসানচরে মোস্তাক মাঝির অধীন ৫৪নং ক্লাস্টারের ১৪নং ঘরের রোহিঙ্গা। গত ৩ ফেব্রুয়ারি তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প হতে পরিবার পরিজন নিয়ে ভাসানচরে যায়। সাগরে মাছ ধরার নৌকার মাঝিদের সহায়তায় তারা গত বুধবার মাগরিবের নামাজের পর ভাসানচর থেকে বের হয়ে গোপনে ঘাটের নৌকায় গিয়ে উঠে। পরের দিন বৃহস্পতিবার ভোরে নোয়াখালী পৌঁছে। সেখান থেকে বিভিন্ন গাড়ি করে বৃহস্পতিবার রাত ৮ টায় কুতুপালং বাজার হয়ে আত্মীয়দের ঘরে উঠে।

পূর্ববর্তী নিবন্ধহাতে পেন্সিল রেখে গিনেস বুকে মনিরুল
পরবর্তী নিবন্ধস্কুলগুলোকে আদর্শ বিদ্যানিকেতনে পরিণত করার এখনই সময়