প্রীতিলতার আদর্শকে অনুসরণ করে রাজপথে নামতে হবে

নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে শাহাদাত

| রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের দৃষ্টান্ত অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে নামতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরো অর্থবহ করে তুলতে হলে ব্রিটিশ বিরোধী সংগ্রামে প্রথম আত্মদানকারী প্রীতিলতা ওয়াদ্দেদারের আদর্শ সংগ্রামী জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু সেই মূলমন্ত্র আজও অধরাই। রাজনীতিবিদরা রাজপথে সভা-সমাবেশ করতে পারেনা, সাংবাদিকরা কথা বলতে পারে না, লিখতে পারে না। দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার নিজ কার্যালয়ে বন্দর থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতৃৃবৃন্দের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সারোয়ার আলম, আরিফ মেহেদী, বন্দর থানা বিএনপির সহ-সভাপতি হাজী সালাউদ্দিন, ইসমাইল খান, আবুল মনসুর, আব্দুস সবুর, হাজী জহুর, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মুসা, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ নেজাম, জিয়াউর রহমান জিয়া, হাজী মোহাম্মদ ফারুক আহমদ, হুমায়ুন কবির সোহেল, মোহাম্মদ আজম উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক করপোরেট শাখাসমূহের ওয়েবিনার
পরবর্তী নিবন্ধহাতে পেন্সিল রেখে গিনেস বুকে মনিরুল