সন্দ্বীপ উপজেলার গাছুয়াস্থ কাটগড় ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মাওলানা আহমদ বশিরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামি ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার। প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মীর মো. মুসলেহুদ্দীনের সভাপতিত্বে ও পরিষদের সেক্রেটারি সৈয়দ শাহাদাত হোসেনর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আকবর হোসেন, ফরিদ উদ্দীন নিজামী, মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা ফয়জুল ইসলাম মহব্বত, শিক্ষাবিদ মাওলানা আবু হানিফা, আক্তার হোসাইন, শহিদুল ইসলাম মিলাদ প্রমুখ।