৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা

| রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল কেপিইজেড সংলগ্ন একটি রেস্টুরেন্টে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর আব্দুল বারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আজাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য কামরুল হাসান ভুলু এবং সাবেক কাউন্সিল হাজী জয়নাল আবেদীন। সভায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য তৃণমূলকে শক্তিশালী করা জরুরি। কারণ তৃণমূল কর্মীরা আওয়ামী লীগের প্রাণ, তাই আগামী সম্মেলনে তৃণমূল কর্মীদের যথার্থ মূল্যায়নের মাধ্যমে আওয়ামীলীগ আরো শক্তিশালী ও সুসংগঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাফাত ইব্রাহিম
পরবর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সভা