বটবৃক্ষের উদ্যোগে গতকাল শনিবার চকবাজার দেবপাহাড়স্থ বস্তি এলাকায় সচেতনতা ও পরিচর্যায় মাসিক স্বাস্থ্য ক্যাম্পিং ও আর্থিক অসচ্ছলতার জন্য যেন কোনো নারী সুরক্ষাবঞ্চিত না হন, তাই সংগঠনটির সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে বস্তির শতাধিক ঘরে গিয়ে কিশোরী ও নারীদের মাসিক সম্পর্কিত বিষয়ে বৈজ্ঞানিক সাবলীল ব্যাখ্যা দেন এবং তাদের হাতে বিনামূল্যে মাস্ক ও স্যানিটারি ন্যাপকিন উপহার হিসেবে প্রদান করেন।
সচেতনতা ও পরিচর্যায় মাসিক স্বাস্থ্য ক্যাম্পিং উদ্বোধনী অনুষ্ঠান সাধারণ সম্পাদক মো. আবু সায়ীদ আলভীর সঞ্চলনায় সভাপতি পৃথ্বীরাজ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চকবাজার থানা ছাত্রলীগ নেতা জি.এম তাওসীফ। উপস্থিত ছিলেন শাওন আরাফাত, অমিত দে, হামীম আল আবির, মো. আনাস রোহান, অরিত্রী, নীল, সৌরভ, সুরাত, অদ্রিতা, শায়ার, ফাইরুজ, নিধি, মাহদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।