চসিক একাদশের ফুটবল অনুশীলন উদ্বোধন

| রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ফুটবল অনুশীলন গত ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন যে কোন খেলায় অংশ নিয়ে জয় পরজয়কে মেনে নেয়ার মানসিকতা তৈরী করতে হবে, এটিই ক্রীড়াবিদদের জন্য বড় অর্জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে সেই মানসিকতা নিয়ে ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, গত কয়েক দশকে চট্টগ্রামে খেলোয়াড়দের জন্য কোন মাঠ তৈরি হয়নি বরং আগে যা ছিল তা আরো সংকুচিত হয়ে গেছে। ক্রীড়ার প্রতি তরুণদের ভালোবাসাকে কাজে লাগাতে হলে নগরীর প্রতিটি ওয়ার্ডে ছোট পরিসরে হলেও খেলার মাঠ তৈরির পরিকল্পনা আছে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন চসিক ক্রীড়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আতাউল্লাহ চৌধুরী, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর ড. নিছার আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, ক্রীড়া একাদশের সাধারণ সম্পাদক আলী আকবর, মো. মানিক, কৃষ্ণ কমল সেন, রিপন কিশোর রায়, শামিম বিল্লাল, মুজিবুর রহমান, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী সহ খেলোয়াড়বৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটির আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবল লিগ কাল থেকে শুরু