দিনটি ছিল ৫ সেপ্টেম্বর ১৯৬০ সাল। ইতিহাসের পাতায় আত্মপ্রকাশ ঘটে সকলের পছন্দের বাংলার পত্রিকা দৈনিক আজাদী। এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন প্রকৌশলী আবদুল খালেক। যার হাত ধরে প্রথম দৈনিক আজাদী পত্রিকার পথচলা শুরু হয়। চট্টগ্রামবাসীদের জন্য এটি ছিল জনপ্রিয় পত্রিকা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীদের জন্য কয়েক মাস পত্রিকা ছাপানোর কাজ বন্ধ রাখে। কিন্তু সে বছরই ইতিহাসের পাতায় বিরল এক ঘটনার সাক্ষী হয়ে থাকে দৈনিক আজাদী পত্রিকা। আর সেটা হলো বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে ১৬ ডিসেম্বর এবং এরপর দিন ১৭ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের বিজয় লাভের কথা পত্রিকাতে প্রথম প্রকাশ করেন দৈনিক আজাদী পত্রিকা। সে দিনের পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রচ্ছদে বড় করে লেখা ছিলো ‘জয় বাংলা বাংলার জয়’। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে দৈনিক আজাদী পত্রিকা। এভাবে বাংলার ইতিহাসে অনেক বিরল ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই পত্রিকা। অনেক বিপদে-আপদের মধ্যে টিকে আছে এই পত্রিকা। আশা করি হাজার দশক এভাবে টিকে থাকবে সকলের পছন্দের জনপ্রিয় পত্রিকা দৈনিক আজাদী। পরিশেষে দৈনিক আজাদী পত্রিকা এবং প্রকাশক, সম্পাদক, সাংবাদিক ও অফিস কর্মচারীগণ সকলের জন্য রইলো অকৃত্রিম ভালোবাসা ও শুভকামনা।