আইনজীবীর দল ঢাকায়, আজ মন্ত্রীর সাথে বৈঠক

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৭ পূর্বাহ্ণ

‘কোর্ট হিলে আইনজীবীদের ভবন থাকবে না’ সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের প্রস্তাবনায় প্রধানমন্ত্রীর অনুমোদনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে আইনজীবী সমিতি ও জেলা প্রশাসন। এই অবস্থায় গতকাল শনিবার ঢাকায় গেছে আইনজীবীদের একটি দল। তারা আজ আইনমন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে।
আইনজীবীদের বক্তব্য হচ্ছে, মিথ্যাচার করে গোপন প্রতিবেদন পাঠানো হয় মন্ত্রী পরিষদ বিভাগে। এর ওপর ভিত্তি করে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক প্রস্তাবনা তৈরি হয় এবং প্রধানমন্ত্রীর অনুমোদন পায়। অথচ আইনজীবীদের ভবনগুলো বৈধ। সিডিএ থেকেও অনুমোদিত। অন্যদিকে জেলা প্রশাসন বলছে, বিষয়টি এখন সরকার দেখছে। সরকার যেভাবে বলবে বা নির্দেশ দেবে সেভাবে জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
এমন অবস্থায় গতকাল বিকালে ট্রেনযোগে ঢাকায় গেছে আইনজীবীদের এটি দল। কোর্ট হিল বিষয়ে তারা আইনমন্ত্রীর সাথে কথা বলবেন। ৯ সদস্যের এ দলে আছেন কার্যকরী কমিটির সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, জেলা পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী ও জিপি নাজমুল হাসান।
সমিতির একটি সূত্র জানায়, আজ রোববার আইনমন্ত্রীর সাথে আইনজীবী নেতারা বসবেন। পরদিন তারা চট্টগ্রাম ফিরে আসবেন। সমিতির নেতারা বলছেন, পরীর পাহাড় নিয়ে প্রধানমন্ত্রীর যে অনুমোদন সেখানে ভূমি মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়কে সাথে নিয়ে আইন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় এবং আমরা একে অপরের পরিপূরক। বর্তমানে আমাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিষয়টি মন্ত্রীকে জানানো প্রয়োজন। এ জন্য আমরা ঢাকায় যাচ্ছি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন আজাদীকে বলেন, আমাদের নিয়ে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। মন্ত্রীর কাছে সবকিছু তুলে ধরা প্রয়োজন। এজন্য ঢাকায় যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে। তিনি বলেন, আমরা বৈধভাবে আদালত ভবন এলাকায় আছি। আমাদের যা কিছু আছে, সবকিছু আমাদের নিজস্ব। আদালতের রায়ের মাধ্যমেই আমরা এ সম্পদ পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে গবেষণা খাতে সাড়ে ৫ কোটি ও বেতন ভাতায় ২৩০ কোটি টাকা বরাদ্দ
পরবর্তী নিবন্ধকোর্ট হিলে সরকারের তিন কর্মকর্তা ও প্রত্নতত্ত্বের টিম