শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে কাজ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। নায়িকা দীঘির ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা মুক্তি পেয়েছে। এবার ‘মানব দানব’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন দীঘি। এতে তার বিপরীতে থাকছেন কলকাতার বনি সেনগুপ্ত। খবর বাংলানিউজের।
জেলেপাড়ার গল্প নিয়ে নির্মিত হবে ‘মানব দানব’ সিনেমাটি। এটি নির্মাণ করবেন নির্মাতা বজলুর রাশেদ চৌধুরী।
এই নির্মাতা বলেন, সিনেমাটিতে গ্ল্যামারের চেয়ে অভিনয় বেশি দরকার। দীঘি ও বনি ভালো অভিনয় করেন; তারা নিজেদের সেরাটা উপহার দেবেন বলে মনে করি। সব ঠিক থাকলে অক্টোবর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। কিছু দিন আগে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হতে যাওয়া ‘মুজিব ভাই’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি।
এছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকেও দেখা যাবে তাকে। সমপ্রতি হিন্দি গানে মডেল হয়েছেন দীঘি। গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’।
বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ইউটিউব চ্যানেলে হিন্দি ও বাংলা ভাষায় মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।