৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট পেশ হবে

চবির সিনেট অধিবেশন আজ

চবি প্রতিনিধি | শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেটের ৩৩তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে আজ শনিবার। এতে ২০২১-২২ অর্থবছরের ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট পেশ করা হবে। ২০২০-২১ অর্থবছরে এ বাজেট ছিল ৩৪৬ কোটি ৩০ লাখ টাকা।
শনিবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে সিনেট অধিবেশনে সশরীরে উপস্থিত থাকতে না পারলে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন সিনেটররা। প্রতিবারের মত এবারও সিনেটে থাকছে না ছাত্র প্রতিনিধি। সিনেটে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বাজেট পেশ ছাড়াও বছরব্যাপী চলা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে যারা উপস্থিত হতে পারবেন না, তারা অনলাইনে অংশ নিবেন।

পূর্ববর্তী নিবন্ধনবজাতক ওয়ার্ডে যুক্ত হচ্ছে রেটক্যাম রেটিনাল ক্যামেরা
পরবর্তী নিবন্ধকাট্টলীতে হবে চট্টগ্রামের প্রথম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর