চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী কলারপাড়া থেকে পুকুরে ভাসমান অবস্থায় আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় এক কৃষক সকালে পুকুরে ওই নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে দোহাজারী তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আজ শুক্রবার বেলা ১১টার দিকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে।
উল্লেখ্য, ওই নারী গত বৃহস্পতিবার দুপুরে কলারপাড়া জামে মসজিদের ঘাটে গেলে হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে তলিয়ে যায়। এসময় স্থানীয় জেলে ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। সর্বশেষ আজ শুক্রবার সকালে তার মরদেহ ভেসে উঠে। অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানায় স্থানীয়রা।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন সাংবাদিকদের বলেন, “পুকুরে এক নারীর মরদেহ ভেসে ওঠার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। নারীটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। তবে তার পরিচয় জানাতে পারেনি স্থানীয়রা। মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।”
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।