মরণোত্তর দেহদানের অঙ্গীকার সুমনের

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৫৫ পূর্বাহ্ণ

জীবনমুখী ঘরানার গানের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। এবার মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন তিনি। গত বুধবার এ সংক্রান্ত সব কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। খবর বাংলানিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন কবীর সুমন নিজেই। মরণোত্তর দেহদানের বিষয়টি উল্লেখ করে একটি চিঠি লিখে তা ফেসবুকে পোস্ট করেছিলেন এই গানওয়ালা। সেখানে তিনি লেখেন, ‘চেতন অবস্থায়, স্বাধীন ভাবনাচিন্তায় ও সিদ্ধান্তের ভিত্তিতে জানাচ্ছি, আমার কোনো অসুখ করলে, আমায় হাসপাতালে ভর্তি হতে হলে অথবা আমি মারা গেলে আমার সম্পর্কিত সবকিছুর, প্রতিটি বিষয় ও ক্ষেত্রে দায়িত্বগ্রহণ ও সিদ্ধান্তগ্রহণের অধিকার থাকবে একমাত্র মৃন্ময়ী তোকদারের (মায়ের নাম প্রয়াত প্রতিমা তোকদার, বাবার নাম দেবব্রত তোকদার)।

পূর্ববর্তী নিবন্ধপারমাণবিক শক্তিধর ইরানকে ঠেকাতে সৌদির সমর্থন
পরবর্তী নিবন্ধএবার ফেলুদা হচ্ছেন পরমব্রত