ফ্রিদা কাহলোকে বলা হয় মেক্সিকোর আধুনিক চিত্রকলায় সবচেয়ে মেধাবী এবং গুরুত্বপূর্ণ শিল্পী। তার একটি আত্মপ্রতিকৃতি ৩০ মিলিয়ন ডলার মূল্যে নিলামে তোলা হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়ছে প্রায় ২৫৬ কোটি টাকা। কোনো লাতিন আমেরিকান শিল্পীর তৈরি চিত্রকর্ম এই প্রথম এত দামে বিক্রি হবে। খবর বাংলানিউজের।
গত বুধবার ফোর্বসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদসংস্থা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স এক বিবৃতিতে জানিয়েছে, ‘দিয়েগো এবং আমি’ শিরোনামের ওই আত্মপ্রতিকৃতি ফ্রিদার সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ছবি হতে যাচ্ছে। এর আগে ২০১৬ সালে ৮০ লাখ ডলারে বিক্রি হয়েছিল ফ্রিদার আরেকটি শিল্পকর্ম। ১৯৪৯ সালে মৃত্যুর মাত্র পাঁচ বছর আগে ‘দিয়েগো এবং আমি’ আঁকার কাজ শেষ করেছিলেন তিনি। ১৯৪০ এর দশকে এটিই তার আঁকা শেষ আত্মপ্রতিকৃতি। ছবিটি আগামী ৭ থেকে ১১ অক্টোবর হংকং ও ২২ থেকে ২৫ অক্টোবর লন্ডনে প্রদর্শিত হবে।