চন্দনাইশের দূর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নের চাঞ্চল্যকর নুরুল ইসলাম খোকা হত্যা মামলায় েেধাপাছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোরশেদুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. ছাবিদুর রহমান আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ এপ্রিল শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম খোকা তার মৎস্য খামার থেকে বাড়ি ফিরছিলেন।
এসময় পথিমধ্যে ধোপাছড়ির মাইজখোলার মুখ এলাকায় তাকে লোহার রড, ধারালো কিরিচ, হাতুড়ি দিয়ে আঘাত এবং গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শ্রমিকলীগ নেতা খোকার ছোট ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান মোরশেদসহ ১৭ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম দিদারুল ইসলাম সিকদার দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করার পর গতকাল বৃহস্পতিবার বিচারক ১৬ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং আগামী ২০ অক্টোবর সাক্ষীর জন্য তারিখ নির্ধারণ করেন।