চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পুলিশের অনুমতি না পাওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতারা। সংগঠনের পক্ষ থেকে আজ বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশন চত্বরে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
সমাবেশে চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখতেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, অধ্যাপক মুহম্মদ আমির উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক হাসান মারুফ রুমী ও সদস্য সচিব ফরহাদ জামান জনি যৌথ বিবৃতিতে সমাবেশের অনুমতি না পাওয়ায় তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, জনগণ অচিরেই ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে ঐক্যবদ্ধ হবে। গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা অচিরে তাদের পরবর্তী কর্মসূচির তারিখ ঘোষণা করবে।