প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পর এবার সরকারের তিন উচ্চপদস্থ কর্মকর্তা আজ শুক্রবার চট্টগ্রাম আসছেন। তারা হলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ। তিন কর্মকর্তাই চট্টগ্রামে প্রায় দুই সপ্তাহ ধরে আলোচনায় থাকা দৃষ্টিদন্দন পরীর পাহাড়ের সার্বিক অবস্থা পরিদর্শন করবেন। জেলা প্রশাসক মো. মমিনুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক বলেন, পরীর পাহাড়ে থাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয় চান্দগাঁও এলাকাধীন কালুরঘাটে চলে যাবে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় থাকা অন্যান্য সরকারি অফিসও যাবে সেখানে। এ জন্য জায়গাও নির্ধারণ হয়ে গেছে। শনিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রস্তাবিত সেই জায়গা পরিদর্শন করবেন। পরীর পাহাড়ে থাকবে শুধু আদালত। তিনি বলেন, যেহেতু পরীর পাহাড় হেরিটেজ হবে, সেহেতু সংশ্লিষ্ট সবাই এখানে আসছেন। এরই ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাও আসছেন। শুক্রবারই তারা পরীর পাহাড় পরিদর্শন করবেন।
গতকাল সকালে চট্টগ্রামে এসেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। ইতিমধ্যে মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগরসহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি। আজ শুক্রবার বন্দরের বে-টর্মিনাল, কাট্টলী মৌজায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘরের জন্য প্রস্তাবিত স্থান এবং চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেঙের নির্মাণ কাজ পরিদর্শন করবেন। পরদিন শনিবার চান্দগাঁও এলাকাধীন কালুরঘাট মৌজায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়সহ সমন্বিত সরকারি অফিস ভবনের জন্য প্রস্তাবিত ভূমি এবং পরীর পাহাড়ে থাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের কার্যালয় পরির্দশন করবেন।