চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা বীরত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাদের জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদ মুরিদুল আলম সেদিন তার মেধা ও সাহস দিয়ে কর্মী গড়ার কারিগর হিসাবে ছাত্রলীগকে আদর্শ ও ত্যাগের মহীমায় উজ্জীবিত করেছিলেন। গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে মুক্তিযুদ্ধের মহান সংগঠক শহীদ মুরিদুল আলমের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,শহীদ মুরিদুল আলম কঠিন দুঃসময়ে ছিলেন রাজনীতির বাতিঘর। তিনি রাজনীতির পরিমন্ডলে আলোর দিশারী হয়ে থাকবেন।
ওয়াসিকা আয়েশা খান এমপি বলেন, অসম্ভব ভদ্র, নম্র, রাজনীতি সচেতন, দেশের প্রতি ভালবাসার অনন্য উদাহরণ তিনি রেখে গেছেন। আজ তাঁর মত আদর্শ ও চরিত্রবান নেতার অভাব। দলকে বাঁচিয়ে রাখতে পারলে মুরিদুল আলমরাও বেঁতে থাকবে। দলকে বাঁচিয়ে রাখতে হলে মুরিদুল আলমদের মতো নেতা-কর্মীদের সংখ্যা বাড়াতে হবে। তিনি বেঁচে থাকলে একজন জাতীয় নেতায় পরিণত হতেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মুরিদুল আলম জ্ঞানী ছিলেন এবং বাস্তববাদী ও কাজের লোক ছিলেন। নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, ছাত্রলীগকে চট্টগ্রামে প্রতিষ্ঠিত করার জন্য ষাট দশকে সবচেয়ে বেশী ভূমিকা রেখেছেন মুরিদুল আলম। অত্যন্ত মেধাবী এবং অনন্য গুণাবলী ও রাজনীতিবিদ ছিলেন শহীদ মুরিদুল আলম। মুরিদুল আলম শুধু নেতা নন অনেক নেতার রাজনৈতিক জনক ছিলেন।
সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাবিহা মুছা, মোতাহেরুল ইসলাম চৌধুরী, এড: মির্জা কছির উদ্দিন, প্রদীপ কুমার দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, নুরুল আবছার চৌধুরী, বিজয় কুমার বড়ুয়া, আবু সুফিয়ান, চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, এ কে আজাদ, মাহবুবুর রহমান সিবলী, মেয়র মাহবুবুল আলম খোকা, আবু আহমদ জুনু, মোজাফ্ফর আহমদ, মহিউদ্দিন বাচ্চু, শামীমা হারুন লুবনা, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, মেয়র মোহাম্মদ জোবায়ের, ফেরদৌস আলম, আবুল বশর, নাছির উদ্দিন, মোজাম্মেল হক, মাহবুবুল আলম চৌধুরী, আবু হেনা, নবাব আলী, খোরশেদ আলম টিটু, কাজী শারমিন সুমী, জীবন আরা বেগম, তাহমিনা চৌধুরী ফৌজিয়া, বিবি জয়নাব, কামরুন্নাহার, জগধা চৌধুরী সুপ্রিয়া, রোকেয়া খানম, আবু সাদাত মো. সায়েম, এস এম বোরহান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।