ফুটপাতে দাঁড়িয়ে পিজা খেতে হলো বোলসোনারোকে

কোভিড বিধিনিষেধ

| বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

ব্রাজিলের কোভিড টিকা না নেওয়া প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে চলতি সপ্তাহে নিউ ইয়র্ক শহরের ফুটপাতে দাঁড়িয়ে পিজা খেতে দেখা গেছে। শহরটিতে এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে, তাতে যোগ দিতেই বোলসোনারো সেখানে গেছেন। খবর বিডিনিউজের।
কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের এ শহরে টিকা না নেওয়া বাসিন্দা ও পর্যটকদের চার দেয়ালের ভেতর কোনো রেস্তোরায় খেতে নিষেধাজ্ঞা দেওয়া আছে। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর আগেই ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট নিউইয়র্ক পৌঁছান। সোমবার ব্রাজিলের পর্যটনমন্ত্রী মাচাদো নেতোর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বোলসোনারোকে তার প্রতিনিধি দলের কয়েকজনের সঙ্গে ফুটপাতে দাঁড়িয়ে খেতে দেখা যায় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। ইনস্টাগ্রামে দেওয়া ওই ছবির সঙ্গে লেখা ছিল, ‘চলো, কোকাকোলার সঙ্গে পিজা খাই।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সের পাশে ইইউ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা অনৈসলামিক হতে পারে