মশারির বিজ্ঞাপনে আবুল হায়াত

| বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪৫ পূর্বাহ্ণ

চলতি মাসে আটাত্তরে পা দিয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মাতিয়ে রেখেছেন তিনি। তাছাড়া অসংখ্য বিজ্ঞাপনচিত্রেও কাজ করতে দেখা গেছে আবুল হায়াতকে। খবর বাংলানিউজের।
এই কিংবদন্তি অভিনেতাকে নিয়ে এর আগে বেশ কিছু বিজ্ঞাপন নির্মাণ করেছেন পরিচালক সেলিম রেজা। এবার পঞ্চমবারের মতো একসঙ্গে ফের কাজ করলেন তারা। সমপ্রতি রাজধানীর উত্তরায় সেলিমের নির্দেশনায় একটি মশারির বিজ্ঞাপনে অংশ নেন আবুল হায়াত। অ্যাড এশিয়ার ব্যানারে নির্মিত বিজ্ঞাপনচিত্রটিতে পরিচালককেও দেখা যাবে।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে পরিচালক সেলিম রেজা বলেন, আবুল হায়াত একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পারাটা সবসময় ভালো লাগার ও সম্মানের। ওনাকে নিয়ে এটা আমার পঞ্চম বিজ্ঞাপন। যদিও বিজ্ঞাপন, তবুও বলতে পারি এটি দেখে সবার ভালো লাগবে। খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগৃহকর্মে নিয়োজিত শিশুদের পক্ষে নাদিয়া
পরবর্তী নিবন্ধমানসিক স্বাস্থ্য নজরে রাখার ফিচারে আগ্রহ অ্যাপলের?