পটিয়া ১৭ নং খরনা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ মুজাফরাবাদ গ্রামের বিনোদ বিশ্বাস সড়কটি বেহাল। বর্তমানে এই এলাকায় ৭০ থেকে ৮০টি পরিবার বসবাস করে। সড়কটি সংস্কার না হওয়ায় এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীদের চলাচল করতে কষ্ট হয়ে যায়। এছাড়া বৃষ্টির দিনে রাস্তাটি পানিতে ডুবে যায়।স্থানীয়দের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।