টেকনাফ শাহপরীর দ্বীপের এক জালেই ধরা পড়লো প্রায় ৬শ কেজি লাল কোরাল মাছ। মাছগুলো ৪০ কেজিতে এক হিসেবে প্রতি মণ ২০ হাজার টাকা দামে ৩ লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী হামিদ হোসেন ও মো. ছাব্বির আহমদ। প্রতি মাছের ওজন ৩ থেকে ৪ কেজি হয়েছে। মাছ ভর্তি ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন ভিড় করেন। এর আগে বুধবার সকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মোহাম্মদ আইয়ুবের মালিকাধীন এফবি রিয়াজ ট্রলারে ধরা পড়েছে মাছগুলো।
ট্রলার মালিক মো. আইয়ুব বলেন, গতকাল বুধবার মোহাম্মদ সৈয়দ মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে প্রতিদিনের ন্যায় মাছ শিকারের জন্য জাল ফেলে।
পরের দিন রাতে জাল টেনে তুলতে গিয়ে দেখা যায় লাল কোরাল মাছ গুলো। এ মাছ গুলো ১৫ মন হয়েছে। সেগুলো ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এক জেলের জালে অনেক লাল কোরাল ধরে পড়ার খবর পেয়েছি।