রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এসময় রেলবিট ও রেলের ফিস প্লেটসহ রেলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গত সোমবার বিকেল ৪টায় পতেঙ্গা সাইলো জেটি গেট থেকে রেলের ফিস প্লেট চুরির দায়ে মো. শাহনেওয়াজ (২৮)কে আটক করা হয়। এ ঘটনায় আরএনবি সিজিপিওয়াই চৌকিতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রেলওয়ে সম্পদ অবৈধ দখল উদ্ধার আইনে মামলা রুজু করা হয়েছে।
একই দিন সকাল ৭টায় পাহাড়তলী সেল ডিপো এলাকায় রেলবিট চুরি করে নেওয়ার সময় জসিম উদ্দিন (৩৭) ও মো কালু (৪০) নামের দুইজনকে আটক করা হয়। এসময় আরও দুইজন পালিয়ে যায়। এ ঘটনায় আরএনবি পাহাড়তলী কারখানা চৌকিতে রেলওয়ে সম্পদ অবৈধ দখল উদ্ধার আইনে মামলা রুজু করা হয়েছে। উভয় মামলায় আটককৃত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে আরএনবি এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ জানিয়েছেন।
রেলের পাহাড়তলী সেল ডিপোসহ বিভিন্ন কারখানা ও ডিপো থেকে রেলের দামি যন্ত্রাংশ চুরি হচ্ছে প্রতিনিয়ত। রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী, হালিশহর, পতেঙ্গা, ষোলশহর এলাকায় রেলের খালি জায়গায় পুরো বগি থেকে শুরু করে নানান ধরনের দামি যন্ত্রপাতি পড়ে রয়েছে। এসব যন্ত্রপাতি রাতে আধাঁরে পাচারের জন্য একাধিক সক্রিয় সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে লাখ লাখ টাকার রেলের পুরনো যন্ত্রপাতি পাচার করছে।