সাবেক মন্ত্রী এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, এম এ মান্নান ছিলেন আপাদমস্তক একজন নির্লোভ ও নিরহংকারী নেতা।
মহানগর আওয়ামী লীগ : মহানগর আওয়ামী লীগের এম এ মান্নানের স্মরণসভায় ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, এম এ মান্নান একজন শুদ্ধাচারী রাজনীতিক ছিলেন। তিনি গতকাল মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বিএলএফের পূর্বাঞ্চলীয় প্রধান ও মন্ত্রী এম এ মান্নানের ১২তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের দামপাড়াস্থ কবরস্থান প্রাঙ্গনে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শফর আলী, আবদুল লতিফ টিপু, আবুল বশর। শফিকুল ইসলাম ফারুকর সভা সঞ্চালনা করেন।
উত্তর জেলা আওয়ামী লীগ : এম এ মান্নানের মৃত্যবার্ষিকীতে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে মরহুমের পুস্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম- সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, জাফর আহমেদ, শওকত আলম শওকত, মো. সেলিম উদ্দীন, রাশেদ খান মেনন প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল মঙ্গলবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রদীপ দাশ, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বিকম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, আবদুল মালেক খান। শেষে নেতৃবৃন্দ এম এ মান্নানের কবর জেয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ: এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার কবর জেয়ারত করেন নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় দামপাড়ায় মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর, একেএম জাফরুল্লাহ চৌধুরী, মাবুদ সওদাগর, শাহাবুদ্দিন, নটরাজ গুপ্ত প্রমুখ।
নগর যুবলীগের শ্রদ্ধা : এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দামপাড়াস্থ মরহুমের কবরে মহানগর যুবলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আবদুল মান্নান ফেরদৌস, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম দিদার, সুমন দেবনাথ প্রমুখ।
মহানগর জাতীয় শ্রমিক লীগ : এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদ্যোগে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জেয়ারত করা হয়। এতে উপস্থিত ছিলেন আবুল হোসেন আবু, আমির হোসেন হাওলাদার, সমীরুল ইসলাম তুহিন প্রমুখ।
আমরা রাসেল পরিষদ : এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা রাসেল পরিষদ মহানগর ও থানা ওয়ার্ডের উদ্যোগে গতকাল দামপাড়াস্থ মরহুমের কবরে পুস্পমাল্য অর্পই ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মোহসীন, শাহেদুল আলম অপু, জাহেদ হোসেন টিটু, দুলাল আহম্মেদ, আমানুল্লাহ আমান, মো. তামজিদ, মো. ইয়াকুব, মো. মোজাসের আলম, আরমান মিয়া, মো. শাকিল আহম্মেদ, মোহাম্মদ হোসেন, মো. আবির হোসেন প্রমুখ।
এমইএস কলেজ ছাত্রলীগর : এম এ মান্নানের মৃত্যুবার্ষিকীতে ওমরগইি এমইএস কলেজ ছাত্রলীগ শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দামপাড়াস্থ মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন আলমগীর, কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সৈয়দ আনিসুর রহমান, তোফায়েল আহমেদ মামুন প্রমুখ।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ : দামপাড়াস্থ এম এ মান্নানের কবরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ শফর আলী, মিরন হোসেন মিলন, মো. আলমগীর, কামাল উদ্দিন চৌধুরী, উজ্জ্বল বিশ্বাস, শাহ আলম ভূইয়া, হারুনুর রশীদ রনি, নুরুল আলম লেদু প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
নগর স্বেচ্ছাসেবক লীগ : এম এ মান্নানের মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন, দিদারুল আলম দিদার, আলী আজগর মিন্টু, আমির হোসেন, সুজিত চৌধুরী প্রমুখ।