ঘাসফুলের শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

| বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

ঘাসফুল শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের জন্য ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে প্রাপ্ত পাঁচ হাজার মেডিক্যার সেইফ লাইফ হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার মুজাহিদুন নবী ও এ্যরিয়া সেলস ম্যানেজার মো. আশরাফুল আলমের কাছ থেকে এসব গ্রহণ করেন ঘাসফুল পরাণ রহমান স্কুলের অধ্যক্ষ হুমায়রা কবির চৌধুরী।
পরবর্তীতে অতিথিদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়িস্থ ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে প্রাপ্ত এসব হ্যান্ড স্যানিটাইজার ঘাসফুল সেকেন্ড চান্স কর্মসূচি ও ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝেও বিতরণ করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির সমন্বয়কারী সিরাজুল ইসলামসহ ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নিউ-নরমাল সময়ে শিক্ষার্থীরা যেন কোনভাবে করোনায় আক্রান্ত না হয় এবং এ বিষয়ে সকলের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। জনাব জাফরী কোভিডকালীন এই দুর্যোগে কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্রতি ঘাসফুলের পক্ষ থেকে অন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
পরবর্তী নিবন্ধএম এ মান্নান ছিলেন নির্লোভ ও নিরহংকারী নেতা