চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত বারকোড-রিটজি গ্রুপ বিলিয়ার্ড, স্ন্কার এন্ড পুল টুর্নামেন্টের স্নুকার ফাইনাল খেলা গত ২০ সেপ্টেম্বর সোমবার রাতে সম্পন্ন হয়। ফাইনাল খেলায় সৈয়দ আরশাদুল হককে ৬-২ ফ্রেমে হারিয়ে ওয়াসেফ হেসেন খালেদ চ্যাম্পিয়ন হন। ফাইনাল খেলায় স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন।