শিউলি ফুলের গন্ধ মাখা ভোর
অবাক হলাম দেখে খুলে দোর।
উঠোন জুড়ে সবুজ ঘাসের পরে
শিশির কণা ঝিকিমিকি করে।
থোকা থোকা পেঁজা মেঘ তুলো
ভালোবেসে নীলাম্বরী ছুঁলো।
পুজোর গন্ধ ছড়ায় শহর গাঁয়ে
খুশির দোলা লাগে মনের নায়ে।
কাশের বনে করে হাওয়া খেলা
শরৎ এর রূপ দেখি সারাবেলা।