চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়া পাল পাড়া দুর্গা মন্দির উন্নয়নে চট্টগ্রাম জেলা পরিষদ হতে প্রাপ্ত এক লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলী। মন্দির পরিচালনা কমিটির কাছে চেক হস্তান্তরকালে শাখাওয়াত হোসেন শিবলী বলেন, চন্দনাইশের প্রান্তিক জনপদে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গ্রামীণ ছোট ছোট সড়ক-কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা বেশ প্রশংসনীয় । এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।